

মানুষ বেঁচে থেকেও মৃত।বেঁচে থেকে দৈহিক মৃত্যু হয় না মানুষের আত্মিক মৃত্যু হয়, মানুষের মনুষ্যত্বের মৃত্যু হয়। আত্মিক মৃত্যুর জন্য দায়ী কর্ম ব্যস্ততা,সঙ্কীর্ণমনা মন। চোখ শীতল ঠাণ্ডা পরশ দেখে না, চোখে- মুখে শান্তির বাণী নেই । চোখ দেখে দিনমানে অগ্নিপ্রভা, চোখে- মুখে রয়েছে স্বার্থের আভা।
0 Comments