

মানুষ গুলো চোখ দিয়ে দেখে না ,তারা হয়তো অন্য চোখ দিয়ে দেখে।তাদের চোখে মায়া,মমতা, স্নেহ নেইচোখের কোঠরে সাদা-কালো ভাব নেই।চোখের কোঠরে রক্তিম রক্তাভ আছেএই চোখ গুলো বুঝি \'পাথরের চোখ\'।পাথরের চোখে মায়া,মমতা থাকে না,পাথরের চোখ মায়া, মমতা বুঝে না ।পাথরের চোখ মমতার স্পর্শ বুঝে না,পাথরের চোখে ভালোবাসা জন্মে না ।
0 Comments