“শূন্যতার রঙ (মানবীয় রূপ)” কবিতায় মরুভূমির নিঃসঙ্গতা ও তৃষ্ণার কষ্টকে ব্যক্তিগত স্মৃতি ও আবেগের সঙ্গে মিলিয়ে ধরা হয়েছে। ক্লান্তি, অনিদ্রা ও হারানো দিনের টান পাঠককে বাস্তব অনুভূতির ভেতরে টেনে নেয়। শূন্যতা শুধু দহন নয়, বরং অন্তরের আলো খোঁজার প্রতীক হয়ে ওঠে।
0 Comments