কবিতায় নদীর নীল স্রোত, চাঁদের আলো, ঝর্ণার পানি ও শিশুর খেলার দৃশ্যের মাধ্যমে প্রকৃতি ও মানুষের সংযোগ ফুটিয়ে তোলা হয়েছে। নদীর চলমান ধারা জীবনের সুখ-দুঃখ, প্রেম ও শান্তির প্রতিফলন হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রতিটি স্তবকে আবেগময় চিত্রায়ন এবং মানবিক সংবেদন প্রকাশ করা হয়েছে।
0 Comments