কবিতায় আগুনের ধ্বংসাত্মক শক্তি ও তার মধ্য দিয়ে নতুন জীবনের জন্মের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। পাহাড়, বন, জল ও ধোঁয়ার খেলা দিয়ে ধ্বংস এবং সৃষ্টি—উভয়কে মানুষের দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। প্রতিটি স্তবকে ধৈর্য, জীবন এবং প্রকৃতির পুনর্জীবনের বার্তা আবেগময়ভাবে ফুটে উঠেছে।
0 Comments