কবিতায় লোভ, প্রতারণা ও মানুষের স্বার্থপরতা থেকে সমাজের নৈতিক ক্ষয়চিত্র তুলে ধরা হয়েছে। ভাঙা সমাজে মানবতার আলো, প্রেম এবং নতুন আশা ফিরে আনার আহ্বান করা হয়েছে। প্রতিটি স্তবকে মানুষের আত্মপরীক্ষা, নৈতিক মূল্যবোধ ও সততার গুরুত্ব আবেগময়ভাবে উপস্থাপন করা হয়েছে।
0 Comments