কবিতায় মহাবিশ্বের বিস্ময়, সৃষ্টির রহস্য এবং মানব কল্পনার সীমারেখা তুলে ধরা হয়েছে। নক্ষত্র, গ্রহাণু, ধুলো ও আলো-ছায়ার খেলায় মহাজগতের জীবনের সূক্ষ্ম ছোঁয়া ফুটে উঠেছে। প্রতিটি স্তবকে সময়, স্থান ও চিত্রকে আবেগময় ও দার্শনিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা পাঠককে মহাকাশের নিঃশেষ বিস্তারে ভাসিয়ে দেয়।
অন্তহীন মহাকাশ
অন্তহীন মহাকাশ ✍️ লেখক: তুষার অন্তহীন মহাকাশে বিস্ময়ের মেলা, তারা যেন চোখের ইশারায় ডাকে একেলা। গ্রহাণু ভেসে চলে দূরের স্রোতে, কালো গহ্বরের আঁধারে গল্প জমে থাকে নীরবে। নক্ষত্রের আলো কানে ফিসফিস করে, শূন্যে ভেসে আসে অজানা দিনের স্বপ্নঘোরে। সময় যেন গলে যায় নীরব অন্ধকারে, মহাজগতের নৃত্যে বাজে প্রাণের তালে। ধুলোর ফাঁকে ঝরে অজানার গান, আলোর ঢেউয়ে ভেসে যায় শত স্বপ্ন-প্রাণ। মানব কল্পনা ছুঁতে চায় তার সীমারেখা, প্রতি মুহূর্তে জন্ম নেয় নতুন দেখা। ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণে লুকানো চিহ্ন, আলো আর ছায়ার খেলা লেখে অনন্ত বর্ণ। জীবনের ইশারা মেলে তারার আলোয়, মহাবিশ্বের রহস্যে খুঁজে পাই নিজের ছায়া।
Page: /
Page: /
0 Comments