কবিতাপ্রবাস জীবনআফছানা খানম অথৈপ্রবাস জীবন বড়ই কষ্টেরকেউ তো বুঝে নাসবাই ভাবে প্রবাসেতেআছে সুখের ঠিকানা।মাথার ঘাম পায়ে পেলেকরে তারা কাজপ্রতিটা টাকায় লেগে থাকেশ্রমের নীরব ভাঁজ।আপনজনের কথা যখনমনে পড়ে যায়বুকের পাঁজর ভেঙে তখনকান্না আসে ভাই।সকাল হলে ছুটে যায়খোঁজে রুজির পথসন্ধ্যা হলে ফিরে তখনক্লান্তি নিয়ে রথ।প্রবাসি ভাইদের ঘামের টাকায়ঘুরে দেশের চাকাতবুও তারা লাঞ্চিত আজজীবন বড় ফাঁকা।
0 Comments