এই কবিতায় শৈশবের নদীর ধারে নৌকার ভেসে যাওয়া দৃশ্যের সঙ্গে মানুষের জীবনের গভীর অনুভূতি ও দার্শনিক চিন্তা মিশে আছে। ঢেউয়ের নীরব সুর জীবনের ক্ষণস্থায়িত্ব ও ধৈর্য্য শেখায়, আর নৌকা হয়ে উঠেছে সুখ, দুঃখ ও স্বপ্নের প্রতীক। কবিতায় নদীর সঙ্গে মানুষের অন্তর্দৃষ্টি ও জীবনের পাঠ ফুটে উঠেছে।
0 Comments