কবিতায় বৃদ্ধাশ্রমের নীরব সন্ধ্যা ও সেখানে থাকা মানুষের জীবনের গল্প ও স্মৃতির ছোঁয়া ফুটে উঠেছে। প্রতিটি চেহারায় সময়ের ছাপ, হাসিতে ও কথায় জীবনের আনন্দ ও শান্তির প্রতিফলন প্রকাশ পেয়েছে। এটি দেখায় যে, বৃদ্ধাশ্রম শুধু নিঃসঙ্গতার স্থান নয়, বরং জীবনের সেরা ছন্দের সংরক্ষণকেন্দ্র।
0 Comments