“পরিচয়ের প্রশ্ন” কবিতায় একটি এতিমের মাধ্যমে পরিচয় ও আত্মজ্ঞানের সত্য উদঘাটন করা হয়েছে। এখানে নাম, পদবী বা সম্পর্ক নয়, মানবতা, ভালোবাসা ও হৃদয়ের আলোই প্রকৃত পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে। কবিতায় বাস্তব দৃশ্য ও মানবিক অনুভূতি মিলিয়ে পাঠককে চিন্তাভাবনার স্বাদ দেওয়া হয়েছে।
0 Comments