“ক্ষমতার তরে” কবিতায় রাজনীতি ও সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। ক্ষমতার খেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও ভ্রান্তির মাঝেও মানুষের আশা ও সচেতনতা শক্তি হিসেবে প্রকাশ পেয়েছে। অন্যায়ের অন্ধকারের মধ্যে ন্যায়ের আলো জন্ম নেয়, ভালো মানুষের লড়াই সমাজে সততা, ন্যায় ও ভালোবাসার জয় আনবে।
ক্ষমতার তরে
ক্ষমতার তরে ✍️ লেখক: তুষার চোখে আছে স্বপ্ন, হাতে আছে শক্তি, রাজনীতির খেলা করে নানারকম মন্ত্রের হাতি। ভোটারদের মনে আশা, কথায় ভ্রান্তি, শহর আর গ্রামের জীবনে হয় কেবল ছায়া। কেউ আসে সেবা দিতে, কেউ আসে কেবল লোভে, কিন্তু জনতার শক্তি থাকে হৃদয়ে নতুন ধ্রুব। প্রতিশ্রুতি ভঙ্গ হয়, জন্মায় অস্থিরতা, কিন্তু সত্যের আলো আসে একদিন নিশ্চিততা। মানুষের জ্ঞানই ভাঙে মিথ্যার বাঁধা, সচেতনতা ও ধৈর্যই খুলে নতুন দিশা। অন্যায়ের অন্ধকারে জন্ম নেয় ন্যায়ের আলো, ভালো মানুষের লড়াই ছড়ায় জীবনের ছায়া। রাজনীতির খেলা চলবে, তবে সত্যের জয় হবে, ভ্রান্তির কুয়াশা উড়ে যাবে, নতুন সূর্য উদয় হবে। মানুষ পাবে মুক্তি, স্বপ্ন পাবে রঙিন আলো, সমাজ গড়বে সততা, ভালোবাসা আর ন্যায়ের ছায়া।
0 Comments