

মানুষ আজ আধুনিকতার দৌড়ে এগিয়েছে বহুদূর,কিন্তু মনুষ্যত্ব কি সত্যিই এগিয়েছে সাথে?স্বার্থ আর প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মানবিকতা,মানুষ খুঁজছে মানুষকে—নিজের ভেতরের মানুষটাকেই।মানুষের ভেতরের মানুষটা আজ মরতে বসেছে,শুধুই নিজের ব্যস্ততার জন্য।মানুষের চোখ পৃথিবীর আলো–বাতাসের স্বাদ নেয়,কিন্তু সেই চোখ অনুভূতিহীন।চোখ কারো দুঃখে, কষ্টে, বেদনায় অশ্রু ঝরায় না।কাউকে চোখের সম্মুখে দুর্ঘটনায় পড়তে দেখেওপাশ কাটিয়ে চলে যাচ্ছে—মনুষ্যত্ব মরতে বসেছে বলেই এসব সম্ভব হচ্ছে।মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ায়এই পৃথিবী ধ্বংসের সম্মুখে প্রায়।মনুষ্যত্বের অভাবে দিনে–রাতে,নক্ষত্রখচিত আকাশের মতো বোমা–বারুদ ঝরে।খাবারের অভাবে মানুষ হা-হাকার করে,মধ্যরাতে ওঠে অসংখ্য মানুষের কান্নার রোল।
0 Comments