

আমি ভীষণ, বড্ড একা।বিষণ—ভীষণের মতো বড্ড একা।অথচ আমার আশেপাশে ক্যাম্পাসে অসংখ্য মানুষ,তবু যেনো আমি ভীষণ একা।তাদের খুব কাছে থেকে ও ভীষণ দূরত্ব।আমি—আমি ভীষণ বড্ড একা।আমার কোথাও কেউ নেয়; আমি একা।নিভৃত বৈরাগ্য সাধনার মতো—ভীষণ একা।আমার কেউ নেয়। আমার শুধু আমি আছি।আমার ভীষণ দুঃখ হয়; কখনো খুব করে খারাপ লাগে—এই খারাপ লাগা গুলো কারো কাছে শেয়ার করতে পারি না। আমি ভীষণ, বড্ড একা।আমি আমার অনুভূতিগুলো কোথাও প্রকাশ করতে পারি না।আমার চারপাশে মানুষেরা আলোর ঝলকানির মতো মৃদু শব্দে হাসে, তারা কথা বলে, তাদের কথা কানে আসে —কানের ভিতরে যায় না।তাদের গলার প্রতিটি শব্দে আমার নাম নেই।আমি ভীষণ, বড্ড একা।আমি ভীষণ একা, এমন একা যে শোনা যায় নিজের নিঃশ্বাস।
0 Comments