
শীতকে কবি এবং তার পাঠক সবসময় শূন্যতা ও নির্জনতার প্রতীক হিসেবে বিবেচনা করেছে। শীতের সময় গাছপালা পাতা শূন্য থাকে, প্রকৃতি ফুলহীন থাকে। তাই কবি শীতকে বিষাদের সাথে, কষ্টের সাথে এবং নির্জনতার সাথে তুলনা করেছেন। এজন্যই শীত অভিমান করেছে। প্রতীকী অভিমানী শীত বলেছে এই শূন্যতার মাঝেও তো অনেক কিছুই দিয়েছি তা কেন দেখোনি? প্রচন্ড কুয়াশায় উষ্ণতায় লুকিয়ে থাকো, পিঠে-পুলি রস উপভোগ কর, অতিথি পাখির দেখা পাও, সূর্যের মিষ্টি রোদ মাখো, চাষীর ঘরে খুশির জোয়ার, গ্ৰামে গ্ৰামে মেলার আয়োজন,তাও আমার প্রতি এতো বিমুখ।শেষ চরণে শীত বেশ অভিমান করেই বলেছে বসন্ত আসছে এই অপ্রিয় ঋতু আর সহ্য করতে হবে না।
0 Comments