

একদিন সব ঠিক হয়ে যাবে, ওইদিন আমরা ছাদে উঠবো, ওই যে আগুনের পরশমণির দু\'বোনের মতো।দুহাত ছড়িয়ে,গায়ে হিমেল হাওয়া মাখবো। আর তখনই হুহু করে বৃষ্টি আসবে,আমরা সেদিন খুব কাঁদবো,বৃষ্টির জল,চোখের জল একাত্মা হয়ে যাবে।আমরা কাঁদবো তোমাদের জন্য, সেদিনেও আকাশে হেলিকপ্টার উড়বে, আতংকিত হয়ে তাকিয়ে দেখবো,হঠাৎ কানে আসবে ছোট্ট রিয়ার আর্তনাদ!আর তখন মুগ্ধতা ছড়ানো কন্ঠে কেউ একজন বলে উঠবে \"পানি লাগবে \"?আমাদের বাঁচাতে দুহাত মেলে দাঁড়িয়ে থাকবে এক বাজপাখি, আশেপাশে সব অপ্রতিরোধ্য দূর্গ\'রা।বছর কুড়ি পার হবে,২৪ এর তরুনরা জীর্ন শরীরে গল্প পাতবে,বেঁচে ফেরার গল্প।বিস্ময় ভরা চোখে,আলফারা প্রশ্ন ছুঁড়ে দিবে,দেশে তবে আজও অনাহারে মানুষ মরে কেন?৭১\'ও গেলো,২৪\'ও তো ভুলার পথে,প্রশ্ন তবেই রয়েই গেলো-জুলাই কি তবে ক্ষনিকের? কবে দেশটা মুক্তি পাবে?দেশের মানুষ শান্তি পাবে,আজান,ঘন্টা,উলুধ্বনি বেজে উঠবে মসজিদ, মন্দির,প্যাগোডাতে?তবু জুলাই ফিরে আসুক,নতুনদের হাত ধরে, এবার বরং,লড়বো সবাই দেশ গঠনের তাগিদে।
0 Comments