তুষারের “অর্থহীনতার অক্ষর” কবিতায় মানবজীবনের গভীর নিঃসঙ্গতা ও অস্তিত্বের শূন্যতাকে তুলে ধরা হয়েছে। এখানে কবি নিজেকে অনুবাদহীন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন, যার আলো কারও চোখে পৌঁছায় না। সময়, স্বপ্ন, প্রশ্ন আর উত্তর—সবকিছুই হারিয়ে যায় শূন্যতার পথে। মরীচিকার মতো ফলহীন বৃক্ষ হয়ে থাকে জীবন, যেখানে ভাষা থাকে কিন্তু তার মানে কেউ বোঝে না।
0 Comments