তুষারের “অন্যায়ের প্রতিবাদ” কবিতায় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ও বিদ্রোহের শক্তিকে চিত্রিত করা হয়েছে। অত্যাচারের দুর্গ ভেঙে পড়ে প্রতিবাদের কুঠারাঘাতে, শোষকের তরবারি ভেঙে চূর্ণ হয় সংগ্রামের আগুনে। বিবেকের বজ্রগর্জন আর সাহসী মুষ্টি অন্ধকার ভেদ করে আলো আনে। অন্যায়ের বিষদাঁত ন্যায়ের শিখায় ভস্মীভূত হয়, আর জনরোষ অবিচারের মুকুট গলিয়ে দেয়। প্রতিবাদের রক্তধারা গড়ে তোলে নতুন ভোরের প্রাচীর, যেখানে মুক্তির সেনাদল ঝঞ্ঝার মতো এগিয়ে চলে ইতিহাসের প্রতিশোধী শিখা বুকে জ্বালিয়ে।
0 Comments