তুষারের “অন্যায়” কবিতায় অন্যায়ের দম্ভকে সাময়িক শক্তি হিসেবে দেখানো হয়েছে, যা শেষ পর্যন্ত ভেঙে পড়ে সত্যের সামনে। মিথ্যার সিংহাসন যতই উঁচু হোক না কেন, ন্যায়ের ঝড় এসে তা ধ্বংস করে দেয়। শোষিতের দীর্ঘশ্বাস আর জমে থাকা ক্রোধই হয়ে ওঠে বজ্রের মতো প্রতিশোধের শক্তি। অন্যায় যতদিনই টিকে থাকুক, সময়ের নিয়মে ন্যায় নির্ভুলভাবে ফিরে আসে এবং সত্যকে মেনে নেওয়াই মানুষকে মুক্তি ও ভোরের আলোর স্বচ্ছতা এনে দেয়।
0 Comments