তুষারের “কান্নার ঝরনা” কবিতায় কান্নাকে শুধু দুর্বলতা নয়, বরং মনের গভীর যন্ত্রণাকে প্রকাশ করার এক সাহসী শক্তি হিসেবে দেখানো হয়েছে। নির্জন রাতে অঝোরে বয়ে যাওয়া চোখের জল দুঃখকে ধুয়ে ফেলে নতুন আশার জন্ম দেয়। কান্নার ভেতরেই লুকানো থাকে জীবনের শক্তি, যা ভাঙা মনকে জাগিয়ে তোলে এবং নতুন পথের দিশা দেয়।
0 Comments