তুষারের \"খরা\" কবিতায় প্রকৃতির ভয়াল রূপ তুলে ধরা হয়েছে। প্রচণ্ড রোদে নদী শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে, ধান নষ্ট হয়, পশুপাখি ও মানুষ তৃষ্ণায় কষ্ট পায়—এসবই খরার করুণ চিত্র। তবে কবিতার শেষে আশার আলো ফুটে ওঠে—বৃষ্টির আগমনে মাটি আবার প্রাণ ফিরে পাবে।
তুষারের \"খরা\" কবিতায় প্রকৃতির ভয়াল রূপ তুলে ধরা হয়েছে। প্রচণ্ড রোদে নদী শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে, ধান নষ্ট হয়, পশুপাখি ও মানুষ তৃষ্ণায় কষ্ট পায়—এসবই খরার করুণ চিত্র। তবে কবিতার শেষে আশার আলো ফুটে ওঠে—বৃষ্টির আগমনে মাটি আবার প্রাণ ফিরে পাবে।
0 Comments