তুষারের \"বন্যা\" কবিতায় প্রকৃতির ভয়াবহ রূপের বর্ণনা করা হয়েছে। আকস্মিক বন্যা কীভাবে চাষির স্বপ্ন ভাসিয়ে দেয়, শিশুদের হাসি থামিয়ে দেয় এবং মানুষকে অসহায় করে তোলে—তা ফুটে উঠেছে কবিতায়। তবে শেষাংশে আশার সুরে বলা হয়েছে, ধ্বংসের পরেও আবার নতুন করে ধান গজাবে, প্রকৃতি আবার ভালোবাসা ফিরিয়ে দেবে।
0 Comments