কবিতাটি অহংকার ও নম্রতার তুলনামূলক দর্শন তুলে ধরে। যেখানে অহংকারী নিজের গর্বে ভেসে থাকলেও পতনের দিকে ধাবিত হয়, নম্র ব্যক্তি ধৈর্য ও বিনয়ী মন নিয়ে জীবনের সঠিক পথ এবং সাফল্য অর্জন করে। প্রকৃতি এবং জীবনের উদাহরণ দিয়ে কবি শেখায়, অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু নম্রতা সত্য ও ফলপ্রসূ।
0 Comments