এই কবিতায় দেখানো হয়েছে কৃষকের দৈনন্দিন জীবন—ভোরের আলো থেকে শুরু করে দিনব্যাপী মাঠে হাল বাইত, ঘামের কষ্ট, বর্ষার আনন্দ এবং ফসল ফলানোর আনন্দ। কৃষকের জীবন যেমন কঠোর পরিশ্রমের, তেমনি তার মধ্যে আছে স্বপ্ন, আশা ও প্রকৃতির সাথে একাত্মতা। এটি গ্রামের কৃষকের শ্রম, ধৈর্য এবং জীবনদর্শনের একটি চিত্র।
কৃষকের জীবন
কৃষকের জীবন ✍️ লেখক: তুষার ভোরের আলো ফুটলে পরে, লাঙল কাঁধে যাই, মাঠের দিকে চোখটা আমার, নতুন স্বপ্ন তাই। হাল বাইতে বাইতে কাটে দিন, রোদে পোড়া সারা গা, মাটি আমার জীবন দাতা, এ মাটিই তো মা। ফসল ফলাই, সোনার ধান, সারা দেশের তরে, তবুও কেন কৃষকের জীবন, দুঃখেই ভরে? শীতল বাতাস লাগে গায়ে, ঘামের গন্ধ ভাসে, আমার ঘামে শস্য ফলে, হাসি ফোটে হাসে। বর্ষা এলে খুশি হই, নামে জলের ধারা, বীজ বুনে যাই মনের সুখে, মেটাই আঁধার পাড়া। কষ্ট যতই আসুক না, মনেতে নেই ভয়, ফসলের মাঠে স্বপ্ন দেখি, এই তো আমার জয়। জোয়ার-ভাটায় চলে জীবন, নদীরই মতোন, কখনো হাসি, কখনো কান্না, এটাই তো জীবন। আঁধার কেটে সূর্য ওঠে, নতুন আলো নিয়ে, কৃষক শুধু চেয়ে রয়, সুখের আশায় চেয়ে।
0 Comments