\"নিভে যাওয়া তারা\" কবিতায় ভাঙা হৃদয়ের যন্ত্রণা প্রকাশ করা হয়েছে । হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি তাঁকে দিশেহারা করে তুলেছে। একসময় জীবনে যে আলো, আনন্দ, স্বপ্ন ছিল, তা আজ অন্ধকারে নিভে গেছে। স্মৃতি হয়ে উঠেছে শোকের ভার, প্রতিটি নিশ্বাসে দহন ও বেদনার ছাপ। প্রিয়জন ছাড়া জীবন শুধু নিরাশা, মৃত্যুর সমান। শেষ পর্যন্ত তিনি মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন — যেন এই নিভে যাওয়া তারা হয়ে থাকে শেষ সন্ন্যাসী।
নিভে যাওয়া তারা
নিভে যাওয়া তারা ✍️ লেখক: তুষার আকাশের বুক থেকে খসে পড়া এক তারা, আমার জীবন আজ হয়ে গেছে দিশেহারা। ছিল কত আলো, ছিল কত উজ্জ্বলতা, আজ সব নিভে গেছে, বাকি শুধু নীরবতা। তোমার চোখে দেখেছিলাম হাজার তারার আলো, ভাবতাম সেই আলো কোনোদিন হবে না কালো। কিন্তু হঠাৎই সব নিভে গেল এক নিমিষে, আমার হৃদয় রইল দহন আর বেদনায় নিঃশেষে। প্রতিটি নিশ্বাসে পোড়ার গন্ধ ভেসে বেড়ায়, আমার জীবন শুধু নিরাশার স্রোতে হারায়। আর কোনো পথ নেই, নেই কোনো আশা, তুমি ছাড়া জীবন এক মিছে নিরাশা। চাঁদের আলোও আজ হয়ে গেছে বিবর্ণ, তারাগুলো নিভে আছে, আকাশ কেন জাগ্রত গম্ভীর? রাত গভীরে ঘুম আসে না আর চোখে, তোমার স্মৃতিগুলোই শুধু ডেকে যায় শোকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার চোখের জল, কেন তুমি গেলে, কেন ভাঙলে সব চল? হৃদয়টা আজ কেবল পাথরের মতো ভার, তোমার স্মৃতি শুধু হয়ে রইল কবরের দ্বার। যদি কোনোদিন মনে পড়ে আমার নাম, জেনো আমি আছি শুধু অপেক্ষার ধাম। অপেক্ষা শেষ হবে না, চলবে এই গান, তুমি ছাড়া জীবন কেবল মৃত্যুর সমান। আমার শরীর আজ ছাইয়ের আধার, তোমার স্মৃতি দেয় শুধু হাহাকার। কিছুই চাই না, চাই শুধু মুক্তি, এই নিভে যাওয়া তারা হোক শেষ সন্ন্যাসী।
0 Comments