\"শূন্য বুকের খাঁচা\" কবিতায় একজন একাকী প্রেমিকের হৃদয়ের গভীর দুঃখ ও হারানোর যন্ত্রণা ফুটে উঠেছে। প্রিয়জন চলে যাওয়ার পর তার ভেতরে শূন্যতা, বিষাদ ও নিরাশার ছায়া নেমে এসেছে। পুরোনো স্মৃতি তাকে কেবল পোড়ায়, আর তার জীবন হয়ে উঠেছে এক রঙহীন নিঃসঙ্গ যাত্রা। ভালোবাসার সেই হারানো মুহূর্তগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকলেও, শেষমেশ সে শুধু মুক্তি কামনা করছে।
শূন্য বুকের খাঁচা
শূন্য বুকের খাঁচা ✍️ লেখক: তুষার বুকের ভেতরটা আজ যেন এক শূন্য খাঁচা, যেখানে তোমারি স্বপ্নগুলো ছিল আঁকা। ভালোবাসার পাখিটা কবেই উড়ে গেছে, শুধু পড়ে আছে ভাঙা পালক, আর দীর্ঘশ্বাসে। যেদিন তুমি বলেছিলে, \"আর ফিরব না\", আমার পৃথিবী সেদিনই হয়েছিল অচেনা। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলো ছিল না, আমার চোখে সেদিন থেকে ঘুম আসে না। প্রতিটি রাত কেটে যায় নির্ঘুম যন্ত্রণায়, তোমারি স্মৃতিগুলো আজ শুধু আমায় পোড়ায়। যেন এক জীবন্ত মরণ, এই আমার জীবন, তুমি ছাড়া আমি আজ শুধুই এক শবন। শূন্য বুকের খাঁচায় শুধু বিষাদের গান, আর কোনো আশা নেই, আর নেই কোনো প্রাণ। কেন এলে জীবনে, কেন ভাঙলে সব? আমার এই বুকে শুধু আজ নীরব অনুভব। বৃষ্টি যখন নামে, জানালা ভিজে যায়, আমার চোখের জলও তাতে মিশে যায়। শহরের কোলাহল আজ লাগে অর্থহীন, তুমি ছাড়া প্রতিটি মুহূর্তই বড়ই রঙহীন। পুরোনো দিনের ছবিগুলো আসে চোখের সামনে, আমার ভাঙা মনটা তখন শুধু কাঁদে গোপনে। সবকিছু জেনেও মন কেন আজও তোমায় চায়? এই একতরফা ভালোবাসা শুধু আমায় পোড়ায়। জানি এ পথে আর তোমার দেখা পাব না, জানি এ স্বপ্ন আর সত্যি হবে না। তবুও আঁকড়ে ধরে আছি সেই পুরোনো স্মৃতি, আমার জীবনের একমাত্র অবশিষ্ট পিরিতি। আর কিছু চাই না, শুধু মুক্তি চাই আমি, এই কষ্টের সাগর থেকে আমাকে তুলে নাও তুমি। আমার অস্তিত্ব আজ বড়ই বিলীন, তুমি ছাড়া আমি আজ সত্যিই রঙহীন।
0 Comments