কবিতাটি দারিদ্র্যের শারীরিক ও মানসিক প্রভাবকে ফুটিয়ে তুলেছে। এখানে একজন মানুষ—বিশেষত দরিদ্র—যিনি খাবারের অভাব, অসচ্ছল জীবন ও কঠিন বাস্তবতার মধ্যে থেকেও আশা হারাননি। তিনি সহানুভূতির ভিক্ষা চান না, বরং নিজের শ্রমের অধিকার ও সম্মান চাইছেন। দারিদ্র্য তাকে বাঁধতে পারে না; তিনি স্বপ্ন ও সংগ্রামের মাধ্যমে জীবনে এগিয়ে চলেন।
0 Comments