এই কবিতায় মাটি ও কৃষিকর্মের মহাদর্শন তুলে ধরা হয়েছে। কবি দেখিয়েছেন কিভাবে বীজ মাটির কোলে শুয়ে আলোর দিকে বেড়ে ওঠে, এবং মাটি জীবন-মৃত্যুর চক্রে অদৃশ্য সত্য লুকিয়ে রাখে। কৃষি কেবল খাদ্য উৎপাদন নয়, বরং মানবজীবনের চিরন্তন চক্র ও সৃষ্টির সঙ্গে গভীর সংযোগ। পরিশ্রম, ঘাম এবং মাটির সাথে আত্মার মিলনই ভবিষ্যতের সাফল্যের সূত্র।
0 Comments