\"অভিমান\" কবিতায় মানুষের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরা হয়েছে। ছোট্ট অভিমান কখনো হৃদয়কে শীতল করে, কখনো ভালোবাসার গভীরতাকে প্রকাশ করে। কথা বলা যায় না, চোখের ভাষা নিঃশব্দে সব বর্ণনা করে। কবি দেখিয়েছেন, অভিমান শুধুই বিরক্তি নয়—এটি প্রেমের এক নীরব, অন্য রঙের প্রকাশ। কখনো এটি দূরত্বের কারণ হয়, আবার কখনো ভালোবাসার গভীরতার সাক্ষ্য।
0 Comments