\"ক্ষুধার্ত\" কবিতায় একজন অভাবগ্রস্ত মানুষের দুঃখ, শারীরিক কষ্ট এবং সমাজের উদাসীনতা ফুটে উঠেছে। রাতের শীত, রাস্তার অন্ধকার, ধুলো আর দূরের সুগন্ধি খাবারের টান—সবই তার ক্ষুধার বাস্তবতা তুলে ধরে। হাড়ের ওপর টানটান চামড়া, চোখে শুকনো নদীর মতো দৃষ্টি, তার মানসিক যন্ত্রণার প্রতীক। কবি দেখিয়েছেন কিভাবে সমাজ তার ক্ষুধার কষ্টে উদাসীন, তবু ক্ষুধার্তের মনের এক চুপচাপ আশা—ভোরের আলোয় জীবনের সম্ভাবনা খুঁজে পাওয়া—থাকে।
0 Comments