\"জলবায়ুর আর্তনাদ\" কবিতায় পৃথিবীর পরিবেশ সংকটকে তুলে ধরা হয়েছে। পাহাড়, নদী, বৃষ্টি, বনভূমি ও হিমবাহ সবই আজ মানুষের স্বার্থপর কর্মকাণ্ডে বিপর্যস্ত। শিল্পায়ন, বন উজাড়, দূষণ আর দায়িত্বহীনতার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ঘূর্ণিঝড়, খরা, দাবানল, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহতা ফুটে উঠেছে কবিতায়। শেষে কবি মানুষকে সচেতন হতে এবং পৃথিবীকে রক্ষার শপথ নিতে আহ্বান জানিয়েছেন।
0 Comments