তুষারের “কৃষকের স্বপ্ন” কবিতায় কৃষকের শ্রম, আশা ও জীবনের মহিমা ফুটে উঠেছে। মাটিতে বীজ বপন থেকে শুরু করে ঘামে ভেজা দিন-রাত, বৃষ্টির সেচে ভরা মাঠ এবং ঝড়-বন্যা পেরোনোর লড়াই—সবকিছু মিলিয়ে কৃষকের অদম্য সংগ্রাম ও ভালোবাসার গল্প বলা হয়েছে। কৃষকের ঘামেই ভরে ওঠে অন্নের ভাণ্ডার, যা দেশের প্রাণ। কবিতাটি কৃষককে প্রকৃত অবতার ও বাংলাদেশের আসল শক্তি হিসেবে তুলে ধরেছে।
0 Comments