

শুক্রবার জুমার নামাজ শেষে যখন বাড়ির পথে হাঁটছিলাম, পথটা আমার চেনা থাকার কথা। কিন্তু অদ্ভুতভাবে মনে হল—এ পথ আমি কখনও হাঁটিনি। কেমন যেন অপরিচিত, শূন্য, নিস্তব্ধ। ঝিঁঝিঁ পোকার ডাকও থেমে গেছে। আমি যত এগোতে লাগলাম, চারপাশ যেন বদলে যেতে লাগল। পরিচিত গাছপালা মিলিয়ে গেল, জায়গা করে নিল রঙিন আলো আর অদ্ভুত গন্ধের বাতাস।একসময় মাথা ঘুরে এল, আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম।চেতনা ফিরে দেখি—আমি এক অদ্ভুত দেশের এক প্রাসাদের বাগানে বসে আছি। মাটির রং যেন সোনালী, ঝলমল করে আলো ছড়াচ্ছে। চারপাশে অজস্র ফুল, ফল, এমন গাছ যার নাম আগে কখনও শুনিনি। বাতাসে মিষ্টি সুবাস, অথচ কোথাও একটি মানুষের ছায়াও নেই।
0 Comments