

বছরের পর বছর ধরেআমি আগুনের পাহারাদার,তবু নিজের হৃদয়ের অগ্নিকুণ্ডনেভাতে পারিনি কোনোদিন।মাথার ঘাম গড়িয়ে পড়ে চোখে,জল আর লবণের সঙ্গে মিশে যায়জীবনের সকল দুঃখ, ব্যথা,যন্ত্রণা।হাতের তালুতে জমে থাকে ধুলো,সময় আমার আঙুলে ছাপ রেখে যায়।ইটের পর ইট সাজাই, কিন্তু মনে হয়আমি যেন নিজেরই কবর সাজাচ্ছি—প্রতিটি পোড়া ইট আমার মনের,এক-একটি করে নিভে যাওয়া স্বপ্ন।
0 Comments