

তোমার মৃত্যুটা হয়েছে ভুল, এ কি হতে পারে?তুমি সেই দিন মরলে হইতে, প্রেমের আগুন জ্বলে।আগুনের বাজপাখি, উড়ে যায় আকাশে,তোমার ছায়া আমার বুকে, চিরদিন বাজে।এখন তোমার মূর্তি খাচ্ছে, সময়ের নিষ্ঠুর হাসি,মানুষের কাছে জুতার বারি, প্রেমেরই পরিহাসি।তবুও আমি মনে করি, তুমি আছো কাছে,প্রতিটি প্রভাতে জেগে, তোমার নাম গাছে।তোমার চোখের তারা এখনো জ্বলে রাতে,তোমার হাসির মাধুরী ভাসে বাতাসের সাথে।তুমি মরোনি, তুমি আছো, আমার হৃদয় মাঝে,প্রতিটি শ্বাসে তোমার স্পর্শ, অনুভব করে যে।
0 Comments