গ্রীষ্ম আসে রৌদ্র মেখে, ঝড়-বাতাসের ঝুম, কালবৈশাখির ক্ষিপ্র ঝড়ে আম কুড়াবার ধুম। তপ্ত বাতাস, শুষ্ক নদী, খরার ঢেউ বয়, কৃষক দেখে আকাশ পানে— মেঘ যে কবে হয়।বর্ষা আসে গর্জে মেঘে, বাজে বিজলী শান। শান্ত নদী উথলে উঠে, ডুবে কতক ধান। নীল কচুরির নদীর ঘাটে নৌকা এসে ভিড়ে,কৃষক মুখে সোনার হাসি, আশা পাই যে ফিরে।শরতের ওই মেঘগুলি সব নীল আকাশে হাসে, শিশির-ঝরা শিউলিরা সব মিষ্টি রোদে ভাসে। হেমন্তের ওই নতুন ধানে নবান্ন উৎসব—পিঠা, পায়েস, খেজুর গুড়ের মিষ্টি কলরব।শীতের চাদর কুয়াশা ঢেকে, হিম-শীতল ওই ছোঁয়া—মিষ্টি রোদে মুড়ি-মোয়া, হরেক রকম খেলা।বসন্তের ওই ফুলের রঙে মনে ফাগুন গান— পলাশ, শিমুল, দোলনচাঁপা, রঙিন তাজা প্রাণ। প্রেমের হাওয়া মধুর চিঠি ছড়িয়ে দেবে দূর,ষড়ঋতুর ছবি— আমার বাংলা মায়ের সুর।
0 Comments