কবিতা: সুখ অন্তিম যাত্রা ✍️.....মিথিলা মিম রঙ ছেড়েছে রঙিন সুতো, রঙ ছেড়েছে লাল গোলাপ বিবর্ণ এক জল ফড়িঙের নি:শব্দতার প্রেম আলাপ!! সুখ ছেড়েছে সুখপাখিটা, শূণ্য খাঁচায় শূণ্যতা অভিমানের চুপকথাতে বৃষ্টি ঝড়ায় রুপকথা.।দূরদেশেতে স্বপ্ন উড়ান, পথ হারিয়ে পথের ফুল শিউলি তলায় ঘাসের বনে, ঘর খুজে পায় জীবন মূল!!! সেই ঘরেতে কীটের চারণ, জল ঝরে যায় নিদ্রা রাতি কে খোলে তার দরজা কপাট, কে দেয় তাতে সাঁজবাতিআকাশ জুড়ে গ্রহের বাড়ি, চোখ দেখে না চোখের কোণ দশ দিকে তার শুধুই আধার, গলিত দেহের বিভাজন!! রঙ ছেড়েছে রঙিন কাপড়, অন্তিম সাজের আয়োজন পালকি চড়ে নাইওর হবে, বিষন্নতায় কাল ক্ষেপণ।সুখপাখিটা ঘুম নিয়েছে, চোখ না খোলার প্রতিজ্ঞা ভুলেছে আজ বন্দী জীবন, রবিরশ্মির অবজ্ঞা!!! যাও পাখি যাও শিউলিতলায়, কার তরে আর অপেক্ষা মুক্তি নিয়েছে বিষন্ন প্রাণ, আর কিসের এই প্রতিক্ষা?
0 Comments