#কবিতাপূর্ণতাআফছানা খানম অথৈ#booklovers #kobita#viralpost2025シচার বছরের ভালোবাসাপাবে পূর্ণতা,দুটি মনের মিলন হবেথাকবে না শুন্যতা।দু\'পরিবারের সম্মতিতেহলো বিয়ে ঠিক,এই খুশিতে দু\'বাড়িতেনাচছে ধিক-ধিক।প্রেমিক যখন স্বামী হবে প্রেমিকা সাজবে বউ,সাজবে দু\'জন মনের মতো বাজছে হৃদয়ে ঢেউ।দু\'বাড়িতে ধুম পড়ে গেছেচলছে নিমন্ত্রণ,আত্মীয়-স্বজন সবাই পায়আমন্ত্রণের ডাকন।কনে গেল মার্কেটে গিয়েকরতে কেনাকাটা, দুর্ঘটনার চরম আঘাতেফাটল মাথার খাঁটা।জীবন্ত সেই রিমঝিম এখন রইল মৃত পড়ে,এই দৃশ্য দেখে বাবা-মাঅজ্ঞান হয়ে পড়ে।প্রেমিক যখন শুনল খবরহয়ে গেল মুর্ছিত,তাকে ছাড়া এই দুনিয়ায়লাগে প্রাণটা ক্ষীণিত।লাল বেনারসির বদলে আজসাজল সাদা শাড়ি,এই শোকে সে প্রেমিক যেন দিচ্ছে মাটিতে গড়াগড়ি।
0 Comments