

তুমি কেমন আছো—জানতে ভীষণ ইচ্ছে হয়,তোমার মায়ার সাগরআমার কথা বলে না!ভুলে গেলে সমস্ত কথা।ক্যালেণ্ডারের পাতাগুলোওআমায় তোমার খবর দেয় না,সেটাও যেন আমার মতো—তোমাকে না পেয়ে ব্যথিত।ঐ সূর্যটাও তার আলোহয়তো সব আলয়ে বিলায়,কিন্তু তোমার আলয়ে পৌঁছাতে পারে না—তাই তোমার খবর দিতে ব্যর্থ হয়।
0 Comments