

নীরব নদীর মাঝেও,তোমার চোখে আমি শব্দ খুঁজে পাই।কোনো কথা নেই, তবুও বলা হয়ে যায়,তোমার চাহনিতে গল্প লুকানো থাকে—যা শুধু হৃদয় বুঝে, ঠোঁট নয়।বাতাস থেমে থাকে, নৌকা কাঁপে না,শুধু ভালোবাসা ধীরে ধীরে ভেসে চলে—নির্বাক জলে, নির্লিপ্ত আকাশে।আর আমি, প্রতিটি নিঃশ্বাসেতোমাকে নতুন করে চিনে নেই।তোমার আঁচলে বাজে মৃদু হাওয়া,যেন কোনো অজানা প্রার্থনার মতো পবিত্র।তুমি হাসো না, তবুও মুখে আলো পড়ে,আমার সমস্ত ছায়া যেন উড়ে যায় তোমার চোখে।
0 Comments