

তোমাকে ভালো হতে হবে না—আমি বলছি না তুমি ভালো হও।আমি বলছি, তুমি মানুষ হও।মানুষ হয়েও অনেকে মানুষ হয় না,আমি বলছি, তুমি খাঁটি মানুষ হও।তুমি ছলনাময়ী প্রেয়সী হয়ো না,তুমি ললনাময়ী, মায়াময়ী, প্রেমময়ী হও।তুমি আঁধার রাত্রির তমসায়সবকিছু গ্রাস করা ছায়া হয়ো না,বরং সেই আঁধারে থেকেওমায়ায় ভরা একটি প্রদীপ হয়ে ওঠো।তোমাকে চাঁদের ধবল জ্যোৎস্না হতে হবে না,তুমি ধরণীর গভীর আঁধারও হতে পারো—যদি তাতে আমার হৃদয়ের সব সুরনিঃশব্দে বাঁধা থাকে তোমার অন্তরে।
0 Comments