

রাত গভীর, প্ল্যাটফর্ম ফাঁকা,হলুদ আলো ছুঁয়ে যাচ্ছে তোমার চুলের প্রান্ত।আমি আর তুমি— হাত ধরাধরি করেরেললাইনের পাথরে হেঁটে চলেছিএক অজানা, অথচ প্রিয় কোনো গন্তব্যের দিকে।আমার পাশে তুমি আছো—এটাই এখন সবচেয়ে সত্য।পেছনে ফেলে আসা যত ব্যর্থতা,ভবিষ্যতের সব অনিশ্চয়তা—সেই মুহূর্তে গুরুত্বহীন মনে হলো।তুমি হাঁটছো আমার সঙ্গে,না বলে বুঝিয়ে দিচ্ছো—তুমিও চাও, আমিও চাই—এই পথটা শেষ না হোক কখনো।ট্রেনের গর্জন যেন দূরের এক স্মৃতি,আমাদের পাশে এখন শুধুই নীরবতা।
0 Comments