#কবিতাবিমান দুর্ঘটনা আফছানা খানম অথৈ#booklovers#personalgrowth #viralpost2025 #planecrashসকালে সে ব্যাগটা কাঁদেরওয়ানা হলো হেসেমাকে বলল-ফিরব আমিছুটি হলে শেষে।কিন্তু কপালে লেখা ছিলভয়ঙ্কর এক ক্ষণবিমান চাপল কে জানতহবে শেষ বরণ।তিন তলায় যে আঘাত হানলকাঁপল চারদিকজ্বলল গায়ে,বই-খাতাহারাল প্রাণ ঠিক।কেউবা ছুটল কান্নায় ভেঙেকেউবা চিৎকারমা খোঁজে ফেরে তার সোনাশুধু চোখে আঁধার।বাবা মা ভাই দৌড়ায় এসেচোখে অশ্রু ঝরেনাম ধরে ডাকে আবারনেই যে সাড়া ঘরে।বুক ফেটে যায় মন কাঁদেসবাই চেয়ে রয়শত কান্না শত আর্তিকেউ ফিরে না আয়।সন্তানদের ছবিগুলোরইল শুধু দেয়ালেআজ তারা নেই-হারিয়ে গেছেচির বিদায়ের ডালে।
0 Comments