কবিতা - মনুষ্যত্ব আমি অনিচ্ছুক স্রেফ কাগজে কলমে শিক্ষিত হতে আমি ইচ্ছুক প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে কেবল ডিগ্রি অর্জন তো সুলভমানুষের মন জয় করতে পারাটা দূর্লভ আমি অনিচ্ছুক কোনো প্রতিবন্ধী বা অসহায় মানুষকে হাসির পাত্র বানাতেআমি অনিচ্ছুক কোনো দৃষ্টিশক্তি বিহীন মানুষকে ভুল পথ বাতলে দিতে আমি অনিচ্ছুক দিনমজুর বা রিকশাওয়ালার কাজকে অসম্মান প্রদর্শন করতে আমি অনিচ্ছুক বর্ণ, জাতির ভেদাভেদে কাওকে দূরে ঠেলে দিতে আমি অনিচ্ছুক দরিদ্র মানুষের সামনে অহংকার প্রদর্শন করতে আমি অনিচ্ছুক নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করতে কেনো অনিচ্ছুক এর কারণ কি সবার অজানা?এর কারণ একটাই-মনুষ্যত্ব বিহীন কেউ মানুষ হতে পারে না!
আমি রাদিয়াহ সারওয়া। বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যয়নরত। গল্প লেখার পাশাপাশি কবিতা এবং দু-চারটে লাইন লিখে থাকি। মূলত শিক্ষামূলক এবং সামাজিক লেখার প্রতি আমার আগ্ৰহ বেশি
0 Comments