নিস্তব্ধ চারদিকটা,জনমানবশূন্য ক্লান্ত দুপুর,কাঠফাটা রোদঐ যে দূরে ঈশান কোনে এক টুকরো মেঘ!আমি ক্লান্ত -পরিশ্রান্ত পথিক তাকিয়ে আছি-এই বুঝি পুরো আকাশ ঘিরলো কালো মেঘেএই বুঝি শীতল হাওয়ায় ঘাম শুকালো,আমি ক্লান্ত -পরিশ্রান্ত পথিকতাকিয়ে আছি।ঘরে ফেরার আজ বড্ড তাড়া,থাক,হোক না হয় আজ একটু দেরিসেই তো ফিরবো আবারকৃত্রিমতার মায়াজালে।না,মেঘ তো জমে নি আরঅন্ধকার হয় নি তো আকাশ।উন্মাদ হাওয়া করে নি আমায় মাতাল।আজ,আমি বড্ড ক্লান্ত -পরিশ্রান্ত পথিক,তাকিয়ে আছি-
0 Comments