মানুষের মন (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) মানুষ হয়ে ধরা পড়েছি, বহু মানুষের খাঁচায়। বিপদ এলেই যায় বোঝা, কে কার প্রান বাঁচায়। সব বুঝেও মন মানে না, পারিনা চলতে সোজা। অল্পে-স্বল্পে না বুঝলে, দিন দিন বাড়ে বোঝা। আমার চোখে নয় যাহা, তোমার মতে ছয়। একজনেতে হার মানলেই, অন্যের হয় জয়। তোমার চোখে পূণ্যি যাহা, আমার কাছে পাপ। বিজয়ী না হলে পরেই, চাইতে হয় মাফ। তুমি যদি বিজয়ী হও, সবাই দেবে সাঁয়। আইন কানুন সবি দেবে, তোমার কথায় রায়। যদি তুমি অত্যাচারি হও, যতই থাকুক জোর। আম জনতার ঘুঁসি খেয়ে, দেখতে পাবে না ভোর।
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments