পদত্যাগ (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) পদত্যাগের হিড়িক পড়েছে, স্বাধীন মুল্লুক জুড়ে। চোর- চামচারা পালাচ্ছে সবে, পদের মায়া ছুঁড়ে। পদ পেয়ে তারা ভেবেছিল, কি ছিলাম আর কি হলাম। কাজের জন্য আসতো যারা, ভাবতো সবে তার গোলাম। ঝাঁটার বাড়ি মাথায় পড়ে, ভেঙ্গেছে বিবেকের হাঁড়। পদ-পদবীর দম্ভ ফেলে, হচ্ছে পগাড় পার। পদের যোগ্য ছিলনা কেউ, পদত্যাগই ছিল শেষ অস্ত্র। কালক্ষেপণ কিছু হলেই পরে, হারাতো গায়ের সব বস্ত্র।
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments