প্রিয় ইয়াতাশা (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) শুভ্র শিশুর জন্ম হলো, সৃষ্টি হলো প্রান। দাদা-দাদী নাম রাখল, ইয়াতাশা বিনতে ইমরান। মৃত্যুমুখী ফেরত বাবা, মা-কে নিল তুলে। বাবা তোমায় কোলে নিল, সব কষ্ট ভুলে। সবাই তখন চিন্তায় ছিল, হবে কি আবার দেখা। অসুস্থ মা শক্তি নিয়ে, লড়াই করেছে একা। বাবা যখন মৃত্যুমুখে, তুমি জ¦াললে আলো। ফুঁটফুঁটে মুখ দেখে সাবার, লাগল ভীষন ভাল। দাদা দিল আকিকা আর, নাম রাখল দাদী। তুমি একটু কষ্ট পেলেই, সবাই মিলে কাঁদি। জান্নতি নাম নিয়ে তুমি, চলা শুরু করো। সকলের মান ঠিক রেখে, সরল পথে চলো। তোমায় দেখে সকলের মনে, জাগল প্রানের আশা। অনেক ভেবে চিন্তে তোমার, নাম দিল ইয়াতাশা।
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments