

রাত তিনটা বাজে। চারদিকে গভীর নিস্তব্ধতা। শহরের উপকণ্ঠে বসবাস করা অংকিতা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে জানেও না, কয়েক মিনিটের মধ্যেই তার জীবনে ঘটতে চলেছে এক নতুন নাটক।একটি কালো রঙের মোটরসাইকেল এসে থামে অংকিতার বাড়ির গেটে। আরোহীর গায়ে কালো লেদার জ্যাকেট, মাথায় হেলমেট, মুখে মুখোশ। হাতে চকচকে একটি ছুরি। নিঃশব্দে সে প্রাচীর টপকে পড়ে অংকিতার বারান্দায়। মোবাইলে কল দেয়।
0 Comments