তোমার কি মনে পড়ে?সেই টুকরো বিকেলখানি,সোনালী রোদে পাশাপাশি,হেঁটেছি কতটা পথ?ভালোবাসা ছড়িয়েছি মনের বাগানে!তোমার কি মনে পড়ে?দুজন সেই বিকেলের রোদ গায়ে মেখে,মেতে উঠেছিলাম কত আড্ডায়!আমরা সে সুন্দর স্বৃতি স্মরণ করে..প্রিয়জন সম্ভাষণে মুখর হয়েছি,হারিয়েছি তোমার ওই উন্মাদ করা মৃদু কণ্ঠে,চোখে চোখ রেখে কতই নামেতে উঠেছি প্রেমালাপে!অতঃপর তুমি হঠাৎ ই হারিয়ে গেলেআহা তুমি দেখতে যদি চোখ মেলে,তোমার তখন ভাবনা হতো এই ভেবেএই সুন্দর সম্পর্ক যদি মরে যায়,ঢাকা পড়ে যায় ধুলিকণায়..তখন আমরা কোথায় সিগ্ধ হব?ইচ্ছেমতো স্বৃতি গুলোই বা মাখাবো কোথায় কোথায়?
0 Comments